বাংলাদেশের বিপক্ষে ৬০০ রান করতে চান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বৃহস্পতিবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক।
শুরুতে ব্যাটিং করলে ৬০০ রান করতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, 'আপনি যদি কোনো উইকেটে ৬০০, ৫০০ কিংবা ৪০০ রান করতে পারেন তখন কি আপনি প্রতিপক্ষকে ৫০ রানে অলআউট করতে পারবেন? এটি কঠিন, তবে এরপরও আমরা একটি চেষ্টা করবো।'
শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে পাকিস্তান। তবে সেমিফাইনালে পা রাখা যে স্বপ্ন ছাড়া কিছুই নয়, সেটিও মানছেন সরফরাজ। দলের সদস্যদের বাস্তববাদী চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সরফরাজ বলেছেন, আমরা এখানে এসেছি সব ম্যাচ জিততে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম গত ম্যাচটি জিততে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো, তবে আমাদের বাস্তববাদী হতে হবে।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৯৭ রানের। গত ১৮ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এই রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশকে হারাতে হলে এই রানও টপকাতে হবে পাকিস্তানকে। শুধু তাই নয়, বাংলাদেশকে হারাতে হবে বিশাল ব্যবধানে।
পাকিস্তান অধিনায়ক বলেছেন, লক্ষ্য আমাদের সামনেই আছে। এখানে কোনো গোপনীয়তা নেই। আমাদের ৫০০ বা ৫৫০ রান করতে হবে এবং ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে। তবে আপনি যদি টুর্নামেন্টের দিকে দেখেন, বাস্তবে এটি ২৮০-৩০০ রানের টুর্নামেন্ট।
সূত্রঃ সময় টিভি
Rate This Article
Thanks for reading: টাইগারদের বিপক্ষে ৬০০ রান করতে চান সরফরাজ, Stay tune to get latest Blogging Tips.
