নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো, ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো । বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়, ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়!!
তোমার জন্য আমি আর কাঁদি না। কাঁদলেও চোখের পানি ঝরে না, চোখের পানি ঝরলেও কষ্ট হয়না, কষ্ট হলেও আমি আর তোমাকে ভালবাসিনা। ভালবাসলেও তোমাকে বলবো না, জানি বললেও তুমি শুনবেনা, শুনলেও তোমার কিছুই আসে যায় না। কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। ?
আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো, ভেংগে দেয় মন অবেলায়, একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো। শূণ্যতায় দিন যে হাড়ায়। সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে, কতো যে ফাগূনে শরত্ ও বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে এমনে । তোমায় ছুয়ে ছুয়ে মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায় ।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি_ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না_ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।
কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়, দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়
জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।
অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে, তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে, সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।
জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি , তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।
কে তুমি? কেনো এতদিন পরে? পেছনে ফিরে দেখো তুমি অপ্রত্যাশিত অতিথি চোখ ফেরালে বলো কেনো ভয় পেয়েছো কি, নাকি অরতি? জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায় নিরন্তর ছিলে আমারই ছায়ায় তবে চোখ মেলাতে কি বিরোধ ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো জমে আছে কত কথা ভুল করে বলে দিও জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা ভালোবাসি কেনো যে তোমায় হবেনা আর কখনও বোঝা
অপেক্ষা করেছি নদীর মোহনায় অপেক্ষা করেছি রাত জাগা জোছনায় গ্রীস্মের প্রখরে , বরর্ষার অঝোরে , বসন্তের অনেক ছোয়ায়, কতো প্রহর কেটে গেছে
ঢেকে গেছে এই সূর্যটা কতো অভিমান শুকিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া, আসোনি ফিরে তুমি এই মনে,,,,..
আমার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো ভুলে গেছো,কখনো মনে করোনা আমায় আর সবচেয়ে বড়মিথ্যে টুকু হলো আমি তোমাকে ভুলে গেছি ভুলে গিয়ে সুখে আছি
তুমি কখন ও হয়ত আমার ভালবাসা বুঝতে পারবে না, হয়ত বুঝতেই চাওনা,অথবা যেদিন বুঝতে চাইবে সে দিন আমায় আর খুজে পাবেনা ।
তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম ! তারাদের কেন ভাবিনি, তোমাকেই কেন ভেবেছি ?? তবু তেমনি আছে সবকিছু,
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয় আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয় আমি আমার থেকে দূরে,তোমার থেকে নয় আমি এখোনো তোমার পাশে ছায়ার মত আছি এবং থাকব চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায়
আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে গেছে হারিয়ে কোন সাগরে.. মাঝিরে ও মাঝিরে, দেখেছো কি তুমি তারে?? নৌকো আমার ছেলেবেলার, রঙিন কাগজের..!
প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে, আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে. প্রকৃতি কাউকে কখনো ঠকায় না !!!
প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির , দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।
Rate This Article
Thanks for reading: ভালোবাসার এসএমএস love sms (messages), Stay tune to get latest Blogging Tips.
