আসসালামু আলাইকুম
কেমন আছেন্ম সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।আজক আপনাদের জন্য নিয়ে আসছি , 10 Minute School Web Design Course
10 Minute School Web Design Course

শুরু করার আগে বলে নেই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দিবেন।
আমরা অনেকে এই Web Design Course টি সম্পর্কে জানি এবং এই Course টি ইতি মধ্যে করেছি।
কিন্তু অনেক এ টাকার অভাবে এই Course টি করতে পারছেন না।
তাদের জন্য আজকের Course টি ফ্রিতে নিয়ে আসলাম।
শুরু করার আগে বলে নেই , এই কোর্সটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া । তাই দয়া করে কেউ এই কোর্সটি বিক্রয় করার চেষ্টা করবেন না । যদি কিনতে চান 10 Minute School থেকে কিনে নিতে পারেন সাথে Certificate পাবেন । এই পোষ্টিটি কোনও কপিরাইট আইন লঙ্ঘন করে না । ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন আর অনেকে অনেকেই ভিডিও প্লে করতে পারতেছেন না , অবশ্যই Mx Player Pro ব্যবহার করবেন ভিডিও প্লে করার জন্য ।
কোর্সটি করে যা শিখবেনঃ
- খুব সহজেই ওয়েবসাইটের তৈরির প্ল্যানিং থেকে ডিজাইনিং কোডিং পর্যন্ত সব খুঁটিনাটি জানতে পারব।
- HTML এবং CSS ল্যাংগুয়েজের সম্পূর্ণ ধারণা পাবেন।
- ওয়েবসাইটের লেআউট ও টেমপ্লেট তৈরি করতে পারব।
- ওয়েব হোস্টিং এর প্রক্রিয়া শিখতে পারবেন।
- একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
কোর্সটি কাদের জন্য?
- বিগিনারস, যারা ওয়েব ডিজাইনিং-এর স্কিলটি অর্জন করতে চায়।
- যারা নিজের ওয়েবসাইট নিজেই ডিজাইন করতে চায়।
- যারা ওয়েব ডিজাইনিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চায়।
এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?
- এই কোর্স-এ রয়েছে ওয়েবসাইট ডিজাইনিং-এর শুরু থেকে অনলাইনে হোস্টিং অবধি সবকিছু।
- কোর্সটি একদম বিগিনারদের জন্য অনেক সহজ টিউটরিয়ালের মাধ্যমে তৈরি করা হয়েছে।
- কোর্সটিতে বেশ কিছু মাইক্রো প্রজেক্ট এসাইনমেন্ট রয়েছে যা শিক্ষার্থীদের ওয়েব ডিজাইনিং-এর দক্ষতা বৃদ্ধি করবে।
- কোর্সের শেষে শিক্ষার্থীরা একটি চিট-শিট পাবে যাতে রয়েছে বিভিন্ন শর্টকাট, টেকনিক এবং কোডস যা তাদের ওয়েব ডিজাইনিং-এর জন্য প্রয়োজনীয়।
10 Minute School Web Design Course কোর্সটির বিবরনঃ
- কোর্সের নামঃ Web Design
- কোর্স শিক্ষকবৃন্দঃ Fahim Murshed
- সর্বমোট ভিডিওঃ ৪৬টি
- সর্বমোট কুইজঃ ৪৪টি
- মক টেস্টঃ ১ টি
আমাদের শেষ কথাঃ
আপনার যদি আমদের এই পোষ্ট টি ভালো লাগে, তাহলে অবশই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
How to download 10 minute school web desing course?
If You Want To Download Ten Minute School Web Design Course …..
How do I download a 10-minute school web design course?
Robi Ten Minute School’s web design course can be easily downloaded directly from our website and completed for free.
Rate This Article
Thanks for reading: ডাউনলোড করে নিন 10 Minute School Web Design Course By Fahim Murshed, Stay tune to get latest Blogging Tips.